মশুরীখোলা দরবার শরিফের প্রতিষ্ঠাতা হযরত কেবলা শাহ্ আহ্সানুল্লাহ (রহঃ) এর ১০০তম ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার রাজধানীর নারিন্দায় মশুরীখোলা দরবার শরীফে দুই দিন ব্যাপী ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় কয়েক হাজার ভক্তবৃন্দ ও অনুসারী।
মাহফিলের সভাপতিত্ব করেন গদ্দীনেশীন পীর হাফেজ মাওলানা মুফতি শাহ্ মুহাম্মদ সাইফুজ্জামান (মাঃজিঃআঃ)। তিনি বলেন, হযরত কেবলা নিজে রাজনীতি না করলেও তিনি ছিলেন রাজনীতি সচেতন মানুষ। ভারতবর্ষের আজাদি এবং মুসলমানদের জন্য স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠায় তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দকে উদ্বুদ্ধ করেন। উনার প্রতিষ্ঠিত মশুরীখোলা দরবার দুই শতাব্দীকাল ধরে এই বঙ্গের মুসলমানদের কল্যাণে নিরবিচ্ছিন্নভাবে নানাবিধ কর্মযজ্ঞের মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আর পেছনে ছিলো হযরত কেবলার দুই সাহেবজাদা ও সুযোগ্য নাতি আল্লামা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান (রহ.) এর ৫৩ বছরের নিরলস শ্রম।
দুই দিনব্যাপী মশুরীখোলা দরবার শরীফের উদ্যোগে আয়োজিত ইসালে সাওয়াব মাহফিল উপলক্ষে ওয়াজ মাহফিল, কুরআন খতমসহ নানা কর্মসূচি পালন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও লতিফিয়া হাফিজিয়া মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়।
মাহফিলে আগত কয়েক হাজার মুসল্লিদের জন্য দরবারের পক্ষ থেকে তাবারুকের ব্যবস্থা করা হয়। হযরত কেবলার সুযোগ্য নাতি আল্লামা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান (রহ.) এর ছোট সাহেবজাদা ও মশুরীখোলা দরবার শরীফের বর্তমান গদ্দিনেশীন পীর সাহেব হাফেজ মাওলানা মুফতি সাইফুজ্জামান (মা.জি.আ.) এর দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিবেশনের মধ্য দিয়ে দুই দিনের ইসালে সাওয়াব মাহফিলের পরিসমাপ্তি হয়।
