
তরুণ ভোটারদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’
রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় ছাত্র সমাবেশে উপস্থিত তরুণ ভোটারদের কাছে ভোট চান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্য বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, পলাতক স্বৈরাচারের শাসন আমলের গত দেড় দশকের ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত ৩ কোটি ভোটারসহ সবার সমর্থন ও সহযোগিতা চাই।
তিনি বলেন, গত দেড় দশকে চার কোটির বেশি নতুন ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার জাতীয় নির্বাচন সামনে। এবারই সময়-হারানো অধিকার ফিরিয়ে আনার। তোমাদের প্রথম ভোট হবে তোমাদের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার।
তিনি আরও বলেন, আজ আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি-আমাদের প্রথম ভোট হবে বাংলাদেশের পুনর্গঠনের জন্য। আমাদের প্রথম ভোট হবে শহীদদের রক্তের মর্যাদা রাখার জন্য। ইনশাআল্লাহ, সেই ভোট ধানের শীষের জন্যই হবে।
তারেক রহমানের বক্তব্যে উঠে আসে একটি নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয়। তিনি বলেন, এই দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই। ছাত্রদের শপথ নিতে হবে-তারা কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের কাছে মাথানত করবে না।
তিনি মনে করিয়ে দেন, শুধু সংগ্রামের জন্য নয়, পরিবর্তনের জন্যও প্রস্তুত হতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই হবে আমাদের বিজয়।
এদিন বিকেলে আয়োজিত ছাত্রদলের সমাবেশ ছিল ব্যতিক্রমী। ছিল না কোনো ব্যানার, পোস্টার বা মিছিলের আনুষ্ঠানিকতা। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনায় এই সমাবেশকে রাখা হয় শৃঙ্খলাবদ্ধ ও বক্তব্যনির্ভর।
বক্তব্য দেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ছাত্রদল ও বিএনপির শীর্ষ নেতারা।
এমএমআই